লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় যুবকের ১০ বছর কারাদণ্ড
লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় শাহ আলম নামের এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে আসামির অনুপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত শাহ আলম সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের সাহাব উদ্দিন মাস্টারের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের ২০ জুন বশিকপুর বাজারের পাশে মেহের আলী ভূঁইয়া বাড়ি এলাকার একটি পুকুর পাড়ে আগ্নেয়াস্ত্রসহ শাহ আলম অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পোদ্দার বাজারের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন টিম নিয়ে অভিযানে যান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুটি তাজা গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন। একই বছর ২১ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ও চন্দ্রগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম আদালতে শাহ আলমের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।
কাজল কায়েস/এসআর/জেআইএম