বেনাপোলে কঠিন চীবর দানোৎসব

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৩:৩৪ এএম, ০১ নভেম্বর ২০২২

নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে যশোরের বেনাপোলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) বেনাপোল স্বপন বড়ুয়া চৌধুরী বৌদ্ধ বিহারে এ দানোৎসব অনুষ্ঠান হয়।

বৌদ্ধ বিহারে ভিক্ষুদের উদ্দেশ্যে সংঘদান, বুদ্ধ মূর্তি, কল্পতরু, হাজার প্রদীপসহ অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী দান করে। এটি বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে পবিত্র অনুষ্ঠান। ভিক্ষুদের পরিধেয় চীবরের (কাপড়) অভাব মোচন এবং বৌদ্ধ নর-নারীদের মধ্যে দানের চেতনা বাড়ানোর জন্য ভগবান বুদ্ধ কঠিন চীবর দান প্রবর্তন করেন। এ দানের প্রভাবে ধন সম্পদ লাভ করা যায় বলে বিশ্বাস করেন তারা।

চট্রগ্রামের পাহাড়তলী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘরাজ মহানন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাভারণ সার্কেল জুয়েল ইমরান, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়াসহ বৌদ্ধ বিহারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

বেনাপোল বৌদ্ধ বিহারের পক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন স্বপন বড়ুয়া চৌধুরী।

মো. জামাল হোসেন/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।