বেনাপোলে বৃদ্ধের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ

যশোরের বেনাপোলে ছয় বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে আবুল হোসেন (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে।
সোমবার (৩১ অক্টোবর) বিকেলের দিকে শিশুটির বাড়ির পাশে আম বাগানে এঘটনা ঘটে।
এ ঘটনায় ওই বৃদ্ধের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
নির্যাতিত শিশু বেনাপোল পোর্ট থানার ৩ নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়ার বাসিন্দা এবং অভিযুক্ত আবুল হোসেন একই এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, শিশুটির মা-বাবা থানায় একটি অভিযোগ করেছেন। অভিযুক্ত আবুল হোসেনকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
মো জামাল হোসেন/জেএস/জেআইএম