বিদেশি সংস্থার সহায়তা পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১১:১৫ এএম, ০১ নভেম্বর ২০২২

বিদেশি সংস্থা থেকে প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে মেহেরপুরের গাংনীর বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়েছে একটি প্রতারক চক্র। মোটা অঙ্কের টাকা পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে ভুক্তভোগীদের হাতে ধরিয়ে দেওয়া হয় একটি সবুজ রঙের রশিদ।

সোমবার (৩১ অক্টোবর) সকালে ভুক্তভোগীরা প্রতারক চক্রের দেওয়া রশিদ নিয়ে উপজেলা সমাজসেবা অফিসে গেলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় প্রতারক চক্রটি থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে উপজেলা সমাজসেবা অফিস।

জানা গেছে, ‘বিদেশি সংস্থা সৌদিআরব সিসিডিবি অনুদানের তালিকা’ নামে একটি সবুজ রঙের রশিদ পূরণের মাধ্যমে বিভিন্নজনের কাছ থেকে ভাতা কার্ড করে দেওয়ার নামে টাকা দাবি করে প্রতারক চক্রটি। তারা নগদ টাকা গ্রহণ ছাড়াও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও টাকা নেন। প্রতিটি গ্রাম থেকে একজনকে প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতা কার্ড দেওয়া হবে জানিয়ে অফিস খরচ বাবদ টাকা দাবি করা হয়। অসহায় লোকজন মোটা অঙ্কের টাকা পাওয়ার আশায় প্রতারকদের দাবি অনুযায়ী টাকা দিয়ে রশিদ সংগ্রহ করেন।

উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের রুমিয়া খাতুন বলেন, তিনজন লোক শুক্রবার সকালে গাংনী উপজেলা সমাজসেবা অফিসের কর্মচারী পরিচয়ে বাড়িতে আসে। তারা ভাতা কার্ডের মাধ্যমে এককালীন ২৫ হাজার টাকা পাইয়ে দেবে বলে জানায়। যারা সদস্যভুক্ত হবে কেবল তারাই টাকা পাবে বলে জানালে আমি ধার করে ছয় হাজার টাকা তাদের হাতে দিই। সোমবার সমাজসেবা অফিসে গিয়ে টাকা তুলতে বলে তারা চলে যায়। পরে আমি সমাজসেবা অফিসে টাকা তুলতে গিয়ে প্রতারণার বিষয় টের পাই।

একই কথা বলে রাইপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে আমিনা খাতুনের কাছ থেকেও পাঁচ হাজার টাকা নিয়েছে প্রতারক চক্র। ছাতিয়ান গ্রামের ওমর আলী জানান, তার ছেলে শাহিনের প্রতিবন্ধী কার্ডের মাধ্যমে এককালীন মোটা টাকা পাইয়ে দেওয়ার কথা বলে পাঁচ হাজার টাকা নিয়েছে চক্রটি।

এভাবে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রতারক চক্রটি অসহায় মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে অত্মগোপন করে। প্রতারণার শিকার ব্যক্তিরা একে একে সমাজসেবা অফিসে গিয়ে টাকার কথা বললে বিষয়টি সামনে আসে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী বলেন, গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় একটি প্রতারক চক্র মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার জন্য মাঠে নেমেছে। অনেকেই প্রতারণার শিকার হয়ে টাকা হারিয়েছেন। অনেকেই সমাজসেবা অফিসের নাম ভাঙাচ্ছেন।

জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে কেউ সুবিধা দেওয়ার নামে অনৈতিক অর্থ দাবি করলে তাদের আটক করে পুলিশে দেওয়ার অনুরোধ করেন এই কর্মকর্তা।

আসিফ ইকবাল/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।