কুড়িগ্রামের দুই উপজেলা উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

কুড়িগ্রামের চিলমারী ও রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টা থেকে লাইনে দাঁড়িয়ে ইভিএমের মাধ্যমে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
নির্বাচনে চিলমারী উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন পাঁচজন, ভোটার রয়েছে এক লাখ ৩৮৩ জন এবং ভোট কেন্দ্রের সংখ্যা ৪৫টি। রৌমারী উপজেলায় চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা সাতজন, ভোটার এক লাখ ৫৭ হাজার ১৫০ জন এবং ভোটকেন্দ্র ৬৯টি।
নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব।
তিনি আরও জানান, সকাল থেকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নির্বাচন সুষ্ঠ করতে প্রত্যেক উপজেলায় পুলিশ ও আনসারের পাশাপাশি ছয়জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ছয়টি করে র্যাবের টিম, দুই প্লাটুন বিজিবি নিয়োজিত রয়েছে। রিজার্ভ রাখা হয়েছে আরও এক প্লাটুন করে বিজিবি।
চিলমারী পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছেন রহিম মিয়া নামের এক বৃদ্ধা। তিনি বলেন, জীবনের প্রথম আজ আমি মেশিনের (ইভিএমের) মাধ্যমে ভোট দিলাম। কোনো সমস্যা হয়নি। সুন্দর ভাবে ভোট দিয়ে আসলাম, পরিবেশও খুব ভালো।
চলতি বছরের ৪ জুলাই রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ ও ২২ আগস্ট চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রমের মৃত্যু হলে পদ দুটি শূন্য হয়। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেয়নি।
জেএস/জেআইএম