মতলবে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১২:৪২ পিএম, ০২ নভেম্বর ২০২২
নিহত ইউনিয়ন বিএনপি নেতা সলিমুল্লাহ লাভলু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সলিমুল্লাহ লাভলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ নভেম্বর) সকালে ৭ নম্বর ওয়ার্ডের মান্দাতলী গ্রামের ইটের রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত মো. সলিমুল্লাহ লাভলু মেম্বারকে কে বা কারা রাতের অন্ধকারে হত্যা করে রাস্তার পাশে মরদেহ ফেলে যায়। সকালে এলাকাবাসী তার মরদেহের দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ, পিবিআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করে সংশ্লিষ্টরা। মরদেহের ডানকানের নিচে ও বিভিন্ন স্থানে সামান্য আঘাতের চিহ্ন দেখা যায়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. ছানোয়ার হোসেন জানান, এখনো হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও পিবিআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন। তদন্ত চলছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, নিহত সলিমুল্লাহ একজন ভালো মানুষ ছিলেন। সবার সঙ্গেই তার ভালো সম্পর্ক। রাজনৈতিক নাকি ব্যক্তিগত কারণে তাকে হত্যা করা হয়েছে তা কেউ বলতে পারেননি। তবে অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নজরুল ইসলাম আতিক/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।