বগুড়ায় ধর্ষণ মামলায় কলেজশিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০১:১৬ পিএম, ০২ নভেম্বর ২০২২

বগুড়ায় ছাত্রী ধর্ষণের অভিযোগে সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ওই শিক্ষক হিসাববিজ্ঞান বিভাগে জিন্নাতুল ইসলাম প্রামানিক (৫৩)।

এ ঘটনায় ওই কলেজ ছাত্রী (২২) মঙ্গলবার (১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১ টার দিকে বগুড়া সদর থানায় ধর্ষণ মামলা করেন। এর আগে সন্ধ্যার দিকে অভিযোগের প্রেক্ষিতে শহরের চকসূত্রাপুর রানারসিটি হাউজিংয়ের নিজ বাড়ি থেকে ওই শিক্ষকে গ্রেফতার করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, প্রায় তিন থেকে চার বছর আগে ওই ছাত্রী গ্রেফতার শিক্ষক জিন্নাতুলের কাছে প্রাইভেট পড়া শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সুযোগে জিন্নাতুল ওই ছাত্রীর কিছু নগ্ন ছবি ও ভিডিও ধারণা করে। পরবর্তীতে ছবি ও ভিডিও দেখিয়ে ছাত্রীকে বারবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন।

সর্বশেষ গত ১০ অক্টোবর দুপুরে শিক্ষক নিজ বাড়িতে তাকে কয়েকবার ধর্ষণ করেন। এতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরপর গত ৩১ অক্টোবর বিকেলে শহরের জলেশ্বরীতলার একটি রেস্টুরেন্টে ছাত্রীকে ডেকে নিয়ে সন্তান নষ্টের জন্য হুমকি ও মারধর করেন অভিযুক্ত।

ওসি নূরে আলম সিদ্দিকী আরও বলেন, ওই ছাত্রীর লিখিত অভিযোগের পরেই শিক্ষককে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।