প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, তরুণ গ্রেফতার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ০২ নভেম্বর ২০২২
গ্রেফতার আরিফুল ইসলাম

পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে আরিফুল ইসলাম (১৮) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরিফ নয়াকাটা গ্রামের ফজলুর রহমানের ছেলে।

এ ঘটনায় ধুলাসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিন্টু মিয়া বাদী হয়ে আরিফসহ অজ্ঞাত দু-তিনজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে প্রথমে ‘আরিফুল ইসলাম’ নামে একটি আইডি থেকে ফেসবুকে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে আইডির নাম পরিবর্তন করে রাখা হয় ‘চরমোনাই মুজাহিদ’।

পরে রাতে ওই স্বেচ্ছাসেবকলীগ নেতার অভিযোগের ভিত্তিতে পুলিশ আরিফের মোবাইল জব্দ করলে ওই ফেসবুক আইডি সেখানে লগ-ইন পাওয়া যায়। এর আগেও ওই আইডি থেকে দেশ ও সরকারবিরোধী বিভিন্ন ধরনের বিতর্কিত পোস্ট শেয়ার করা হয় বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, আরিফুল নামে এক তরুণ তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট করার পর স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।