বাগানে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে ঝলসে গেলো দিনমজুরের শরীর
যশোরের শার্শায় বাগান পরিষ্কার করতে গিয়ে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দাউদ হোসেন (৪৫) নামে এক দিনমজুরের শরীর ঝলসে গেছে। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার শ্যামলাগাছী গ্রামে এ ঘটনা ঘটে। আহত দাউদ হোসেন উপজেলার আমড়াখালি গ্রামের মুস্তাক আহমেদের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, দাউদ পেশায় একজন দিনমজুর। বুধবার সকাল থেকে তিনি শ্যামলাগাছী গ্রামে একটি বাগান পরিষ্কার করছিলেন। দুপরের দিকে ফেলে রাখা একটি ককটেল বিস্ফোরণ ঘটলে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য বিকেলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ বলেন, আহত ব্যক্তির কান ও পিঠ ককটেলে ঝলসে গেছে। ব্যবস্থাপত্র দিয়ে তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে কীভাবে ককটেল এলো তা খতিয়ে দেখা হচ্ছে।
মো. জামাল হোসেন/এমআরআর/জিকেএস