হাজরাবাড়ী পৌরসভার মেয়র নৌকার প্রার্থী সুরুজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:৪৪ এএম, ০৩ নভেম্বর ২০২২

প্রথমবারের মতো জামালপুরের হাজরাবাড়ী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. সামছুজ্জামান সুরুজ মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (২ নভেম্বর) রাতে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার গোলাম মোস্তফা বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫৪টি বুথে ইভিএমে ভোটগ্রহণ হয়। পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৮৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭ হাজার ৪০৭ জন এবং নারী ভোটার ৭ হাজার ৪৫৭ জন। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চারজন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সামছুজ্জামান সুরুজ ৪ হাজার ৩৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল ইসলাম মঞ্জু জগ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৮৪৯ ভোট।

২০১৬ সালের ৩ নভেম্বর উপজেলার আদ্রা ও ফুলকোচা ইউনিয়নের কিছু অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে হাজরাবাড়ীকে পৌরসভা ঘোষণা করা হয়। পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা। ভোটার জটিলতার কারণে প্রায় ছয় বছর পর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপচেপড়া ভিড় দেখা যায়। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়।

মো. নাসিম উদ্দিন/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।