চাঁদপুর কারাগারে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ০৩ নভেম্বর ২০২২

চাঁদপুর জেলা কারাগারে মাদক মামলার আসামি বাতেন তালুকদার (৫৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মৃত হাজতি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১ নম্বর ওয়ার্ডের বাখরাবাজার এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।

জেলা কারাগারের জেল সুপার গোলাম দোস্তগির জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৪ অক্টোবর মাদক মামলায় তাকে কারাগারে নিয়ে আসা হয়। তিনি আগে থেকে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডা. আসিবুল আহসান জানান, সকালে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে জেলা কারাগারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। তিনি আগে থেকে হার্টের রোগী ছিলেন। পরে সব পরীক্ষা করার পর আমরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।

নজরুল ইসলাম আতিক/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।