লক্ষ্মীপুরে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ০৩ নভেম্বর ২০২২

লক্ষ্মীপুরে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল পর্যন্ত জেলা সদর হাসপাতালে ৫০ রোগী গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন। অক্টোবর মাসে ৬২০ রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ২৪ ঘণ্টায় জেলার পাঁচ সরকারি হাসপাতালে ৩৯ রোগী ভর্তি হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলার পাঁচ উপজেলায় ১১ হাজার ৯০৩ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সদর হাসপাতালে পাঁচ হাজার ৩১৯ জন, রায়পুরে এক হাজার ২২৯ জন, রামগঞ্জে এক হাজার ৩২০ জন, রামগতিতে এক হাজার ১৭৮ জন ও কমলনগরে এক হাজার ২১৯ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, এক মাসে হাসপাতালে ৬২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ২৩ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে ৫০ জন রোগী ভর্তি আছে।

লক্ষ্মীপুরে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল পর্যন্ত জেলা সদর হাসপাতালে ৫০ রোগী গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন

এ বিষয়ে সিভিল সার্জন ডা. আহম্মদ কবির বলেন, ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বেশি হলেও সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে রোগীদের সুস্থ করার চেষ্টা করছি। সবাই সুস্থ হয়েই বাড়ি ফিরছে। হাসপাতালে পর্যাপ্ত ওষধ রয়েছে। তবে সদর হাসপাতালে রোগীর চাপ বেশি থাকে। ১০০ শয্যার হাসপাতালে হলেও এখানে আমাদের ৫০ শয্যার লোকবল দিয়ে চিকিৎসা সেবা চালিয়ে যেতে হচ্ছে।

কাজল কায়েস/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।