৬২ কেজির বাঘাইড় লাখ টাকায় বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১২:৩২ পিএম, ০৪ নভেম্বর ২০২২

কুড়িগ্রামে চিলমারীর ব্রহ্মপুত্র নদে ৬২ কেজি ওজনের এক বাঘাইড় মাছ ধরা পড়ে জেলের বড়শিতে। শিকারে নিষেধাজ্ঞা থাকা বিপন্ন প্রজাতির এই মাছটি পরে হাতবদল হয়ে চলে আসে নাগেশ্বরী উপজেলায়।

শুক্রবার সকালে নাগেশ্বরী পৌর বাজারে এক হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি কেটে বিক্রি করা হয়। এতে মাছটির মূল্য দাঁড়ায় প্রায় এক লাখ টাকা।

বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী বাসস্ট্যান্ডের এশিয়া মার্কেটে মাছটি নিয়ে আসেন মৎস্য ব্যবসায়ী হানিফ আলী। তার বাড়িও নাগেশ্বরী উপজেলার বানুরখামার এলাকায়।

jagonews24

হানিফ বলেন, চিলমারীতে ব্রহ্মপুত্র নদে বৃহস্পতিবার বিকেলে মাছটি ধরেছেন স্থানীয় এক জেলে। তার কাছ থেকে ৫০ হাজার টাকায় মাছটি কিনে আনেন তিনি। শুক্রবার সকালে পৌরবাজারে মাছটি কেটে ১৬০০ টাকা কেজি দরে বিক্রি করেন। বিক্রি হয় ৯৯ হাজার ২০০ টাকায়।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় এ বিষয়ে জানান, এ ধরনের বড় মাছ ধরার খবর শুনেছি। ব্রহ্মপুত্র নদে অনেক বড় বড় মাছ আছে। মাঝে মধ্যেই বিভিন্ন জাতের বড় বড় মাছ ধরার খবর আসে। নিষেধাজ্ঞা সময়টি জেলেরা মান্য করায় এখন নদীতে সব ধরনের মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ধরা পড়ছে বড় বড় মাছ।

ফজলুল করিম ফারাজী/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।