পটুয়াখালীতে বন্ধ বাস, তিন চাকার বাহনের দখলে মহাসড়ক
পটুয়াখালীসহ দক্ষিণ অঞ্চলে পরিবহন ধর্মঘট চলায় শুক্রবার সকাল থেকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এখন তিন চাকার রিকশা, অটোরিকশা, মাহিন্দ্রা, ভটভটি চলাচল করছে। আর এসব পরিবহনে অন্য সময়ের থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলেও অভিযোগ যাত্রীদের।
শনিবার (৫ নভেম্বর) বরিশালে বিএনপির মহা সমাবেশ অনুষ্ঠিত হবে। এরআগে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শুক্রবার সকাল থেকে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মিনিবাস মালিক সমিতি। এতে কার্যত অচল হয়ে পড়ে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ। এ সুযোগে মহাসড়কে যাত্রী পরিবহনে নেমে পড়েছেন তিন চাকার বিভিন্ন যানবাহন।

বছরের অন্য সময় গুলোতে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে বিভিন্ন বিধি নিষেধ থাকলেও শুক্রবার সকাল থেকে নির্বিঘ্নে চলাচল করছে এসব যানবাহন। এছাড়া মহা সড়কে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চাহিদাও বেড়েছে কয়েকগুণ।
এদিকে নিয়মিত এ সড়কে চলাচলকারী যাত্রীরা পরিবহন ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন। কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাসিন্দা সোবাহান গাজী বলেন, ‘সকালে ঢাকা থেকে পটুয়াখালী লঞ্চ ঘাটে নামি, শহরে কিছু কাজ ছিল। এখন এলাকায় যামু কিন্তু যাওয়ার কিছু নাই, বাস বন্ধ। অটোরিকশা চলে, আবার ভাড়াও অনেক বেশি।’

এদিকে পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. রিয়াজ উদ্দিন মৃধা জাগো নিউজকে বলেন, মহাসড়কে তিন চাকার অবৈধ যানবাহন বন্ধ করার দাবিতেই তাদের এ ধর্মঘট। এর সঙ্গে বরিশালে বিএনপির মহা সমাবেশর কোনো সম্পর্ক নেই।
আব্দুস সালাম আরিফ/এসজে/এমএস