হাতির পিঠে বউ নিয়ে বাড়ি ফিরলেন সালমান শাহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৫:১০ পিএম, ০৪ নভেম্বর ২০২২

নেত্রকোনার মদনে হাতির পিঠে বউ নিয়ে বাড়ি ফিরলেন সালমান শাহ নামের এক যুবক। শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামে এ ঘটনা ঘটে। বর-কনেকে দেখতে ওই বাড়িতে ভিড় জমায় উৎসুক জনতা।

স্থানীয়রা জানান, উপজেলার মদন দক্ষিণপাড়া গ্রামের মৃত ছদরুল ইসলাম তালুকদারের ছেলে সালমান শাহের সঙ্গে একই উপজেলার বালালী গ্রামের মৃত আব্দুল গণির মেয়ে মুক্তামনির বিয়ে ঠিক হয়। নানি জবেদা আক্তারের ইচ্ছে ছিল নাতির বউকে হাতির পিঠে করে বাড়ি আনবেন। নানির সেই ইচ্ছে পূরণ করতে ২০ হাজার টাকায় হাতি ভাড়া করে বউ আনতে যান সালমান শাহ। বর যাত্রার খবর শুনে প্রায় ১০ কিলোমিটারের যাত্রা পথে ভিড় করে উৎসুক জনতা।

বরের চাচা বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম তালুকদার জানান, বড় ভাইয়ের শাশুড়ির কথা রাখতে গিয়ে আমার ভাতিজা হাতি নিয়ে বউ আনতে গেছে। আমরা সবাই গাড়ি নিয়ে কনের বাড়িতে আসছি।

এ বিষয়ে জবেদা আক্তার জানান, আমার তিন মেয়ে। কিন্তু কারো কোনো ছেলে সন্তান ছিল না। সালমান শাহ জন্ম হওয়ার সময় তাকে কোলে নিয়ে বলেছিলাম তার বউকে হাতি দিয়ে বাড়িতে নিয়ে আসবো। আমার মনের আশা পূরণ হয়েছে। এতে আমি খুশি।

এইচ এম কামাল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।