বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:১৬ এএম, ০৫ নভেম্বর ২০২২

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রবিউল ইসলাম (১৭) নামের এক স্কুলছাত্র খুন হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের উত্তর গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসা মৃত ঘোষণা করেন।

রবিউল ইসলাম ওই এলাকার নওশাদ আলীর ছেলে ও টেকনিকাল ট্রেনিং সেন্টার বগুড়া নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিষয়গুলো নিশ্চিত করেছেন উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিয়া।

স্থানীয়রা জানান, রাতে রবিউল কিছু কাজ শেষে তার নিজ বাড়িতে ফিরছিল। এসময় দুর্বৃত্ত কিছু যুবক তাকে নিজ বাড়ির সামনে ধাওয়া করে উপর্যপুরি ছুরিকাঘাত করে। নিজেকে বাঁচাতে নিজ বাড়ি থেকে প্রায় ২০০ গজ দৌঁড়ে গিয়ে পড়ে যায় ও জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইন্সপেক্টর সুজন মিয়া জানান, ঘটনাস্থল ঘিরে আমরা অভিযান চালাচ্ছি। এখনও খুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি। দুর্বৃত্তদের শনাক্তে কাজ চলছে।

এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।