যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় কৃষক নিহত

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৭:৪৬ এএম, ০৫ নভেম্বর ২০২২

যশোরের ঝিকরগাছা উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় মনু মিয়া (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টায় গদখালী বাজারে এ দুর্ঘটনা ঘটে। মনু মিয়া (৪০) পুটিয়াপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানায়, মনু মিয়া প্রতিদিনের মতো শুক্রবার গদখালী বাজারে যান। রাস্তা পার হওয়ার সময় যশোরগামী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নিহত হন মনু মিয়া।

এসময় ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা কাভার্ডভ্যানের চালককে মারধর করে। এক পর্যায়ে কৌশলে চালক পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে হাজির হয়।

নাভারন হাইওয়ে থানার এস আই আমিরুজ্জামান জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল সেখানে যায়। মরদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। একই সঙ্গে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। পুলিশ আসার আগেই চালক পালিয়ে যায়।

মো. জামাল হোসেন/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।