৫৪ বছর বয়সে বিয়ে করলেন বিএনপি নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৩:২১ পিএম, ০৫ নভেম্বর ২০২২

অবশেষে বিয়ে করলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার সাহেদ প্যালেসে এ বিয়ে অনুষ্ঠিত হয়।

কনে চুয়াডাঙ্গার আসমানখালী এলাকার বন্দরভিটা গ্রামের মৃত মহাম্মদ আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি পেশায় একজন প্রাথমিক শিক্ষক।

বিয়ে অনুষ্ঠানে পরিবারের সদস্য ও নিকটতম রাজনৈতিক সহকর্মীরা উপস্থিত ছিলেন।

jagonews24

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের বর্তমান বয়স ৫৪ বছর। এ বয়সে এসে বিয়ে করা প্রসঙ্গে তিনি জাগো নিউজকে বলেন, ‘জনগণই আমার সব। রাজনীতি করার কারণে এতদিন বিয়ে করা হয়নি। অবশেষে মনে হয়েছে জীবনে চলার পথে একজন জীবনসঙ্গী দরকার। এটি আগামীর লড়াই-সংগ্রামে আমাকে অনুপ্রাণিত করবে।’

মাসুদ অরুন মেহেরপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, ভাষা সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি আহমদ আলীর বড় ছেলে। তিনি ২০০১ সালে বিএনপির সরকারের আমলে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

আসিফ ইকবাল/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।