চুরির অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে যুবককে হত্যা
কিশোরগঞ্জের কটিয়াদীতে চুরির অভিযোগ দেওয়ায় ছুরিকাঘাতে বাবলু মিয়া (৩২) নামের এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত নুরে আলমকে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে কটিয়াদী পৌর এলাকার পুরাতন বাজারে এ ঘটনা ঘটে। বাবলু মিয়া কটিয়াদীর পশ্চিম পাড়া এলাকার মোতালেবের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে বাবলু মিয়ার ঘরে সিঁদ কেটে চুরির ঘটনা ঘটে। তার ঘর থেকে নগদ পাঁচ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। এসময় বাবলুর ৮ বছর বয়সী ছেলে আব্দুল্লাহ এক চোরকে চিনতে পারে। পাশের বাড়ির নূরে আলম তাদের ঘরে চুরি করেছে বলে বাবাকে জানায়। সকালে বাবুল বিষয়টি স্থানীয় কমিশনার ও এলাকাবাসীকে জানিয়ে বাড়ি ফেরার পথে নূরে আলম তার গতিরোধ করেন। পরে সেখানে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান নূরে আলম। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবলুকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আরএইচ/এএসএম