বাগেরহাটে ২১ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০৭ নভেম্বর ২০২২

বাগেরহাটে আ. সাত্তার (৬১) নামে এক ব্যক্তিকে আটকের পর ২১ কেজি হরিণের মাংস জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৭ নভেম্বর) দুপুরে বাগেরহাট পৌরসভার খারদ্বার এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট জেলা পুলিশ পরির্দ্শক (মিডিয়া সেল) এস এম আশরাফুল আলম বলেন, সোমবার দুপুরে বাগেরহাট পৌরসভার খারদ্বার এলাকা থেকে আব্দুর ছাত্তার নামে একজনকে আটক করে ডিবি। এসময় তার কাছ থেকে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তায় রাখা ২১ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ছাত্তার দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে অবৈধভাবে হরিণ শিকার করে বিভিন্ন স্থানে মাংস বিক্রি করে আসছে। সে সুন্দরবনের বন্যপ্রাণী নিধন চক্রের সদস্য ও পেশাদার হরিণ শিকারি। তার বিরুদ্ধে এর আগেও বন্যপ্রাণী আইনে মামলা আছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।