বিজিবি সদস্যের ওপর মাদক কারবারির হামলা, বাবা-ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ০৭ নভেম্বর ২০২২

নওগাঁর ধামইরহাট সীমান্তে মাদক কারবারির হামলায় বিজিবির তিন সদস্য আহতের ঘটনায় বাবা-ছেলেকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (৬ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি থানার ধুরইল সীমান্ত থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার দুপুরে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

গ্রেফতাররা হলেন- ধামইরহাট থানার রসুলবিল গ্রামের রেজাউল করিম (৫৫) এবং তার ছেলে মেহেদী হাসান রাজু (২৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- গত ৩ নভেম্বর দিনগত রাত ৩টার দিকে ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী বস্তাবর ক্যাম্পের নায়েক সুবেদার মজিবর রহমানসহ বিজিবি সদস্যরা টহলে বের হন। এসময় বস্তাবর সীমান্ত এলাকায় ৮-১০ জন কারবারি মাদক নিয়ে আসছিলেন। এ দৃশ্য টহল টিমের নজরে আসলে তারা মাদক কারবারিদের আটক ও মাদকদ্রব্য উদ্ধারের চেষ্টা করেন।

এসময় মাদক কারবারিরা বিজিবির টহল টিমকে দেখামাত্র চাপাতি, চাইনিজ কুড়াল, হাসুয়াসহ বিভিন্ন অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিনজন বিজিবি সদস্যকে জখম করেন। এর মধ্যে নায়েক সুবেদার মজিবর রহমানের মাথা ও পিঠে হাসুয়া ঢুকে যায়। এছাড়া অন্য সদস্যদের শরীরের বিভিন্ন স্থানে জখম করে মাদক কারবারিরা পালিয়ে যান।

পরবর্তীকালে আক্রমণকারী মাদক কারবারিদের শনাক্ত করে ধামইরহাট থানায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮-১০ জন কারবারির বিরুদ্ধে মামলা করে বিজিবি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর পর জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের কমান্ডার মেজর মো. মোস্তফা জামানের নেতৃত্বে পাঁচবিবি থানার ধুরইল সীমান্ত থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় রেজাউল করিম ও তার ছেলে মেহেদী হাসানকে গ্রেফতার করে বিজিবি। এসময় তাদের দেওয়া তথ্যে একটি হাসুয়া উদ্ধার করা হয়। পরবর্তীকালে তাদের ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আব্বাস আলী/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।