জামায়াত-বিএনপি জীবিত মানুষকে হত্যা করেছে: প্রতিমন্ত্রী ইন্দিরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ০৮ নভেম্বর ২০২২
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা বলেন, জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা পেট্রোল বোমা দিয়ে চলন্ত বাসে জীবিত মানুষকে হত্যা করেছে। তার ভেতর অনেক শিশুরাও ছিল। এমন যেন আর না ঘটে।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে বাগেরহাট শহরের নাগের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌরসভার কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৮ হাজার কিশোর-কিশোরী ক্লাব আছে। যা মেয়েদের মানসিক ও শারীরিক বিকাশ এবং বাল্যবিয়ে বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পৃথিবীতে খুঁজেও দুই বা তিনটার বেশি দেশ পাওয়া যাবে না যেখানে কিশোর-কিশোরী ক্লাব আছে।

বাগেরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. লিয়াকত আলী, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাফিজ আল আসাদ।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।