ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৫:২২ পিএম, ০৯ নভেম্বর ২০২২

ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তোফাজ্জল হোসেন নামের এক শিক্ষককে মারধর করেছে বখাটেরা। বুধবার (৯ নভেম্বর) সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই বিদ্যালয়ের সাবেক ছাত্র আলামিন ও রমজান আলী সবুজকে আসামি করে মামলা করেছেন প্রধান শিক্ষক। এ ঘটনার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান জানান, সম্প্রতি কয়েকজন ছাত্রী অভিযোগ করে স্কুলে আসা যাওয়ার পথে বিদ্যালয়ের সাবেক ছাত্র আলামিন ও রমজান তাদের উত্ত্যক্ত করতো। বিষয়টি জানার পর ইংরেজি শিক্ষক তোফাজ্জল হোসেন এর প্রতিবাদ করেন। ওই শিক্ষার্থীদের গালমন্দ করেন তিনি।

jagonews24

এর জের ধরে বুধবার সকালে সোয়া ১০টার দিকে ওই শিক্ষককে মোবাইলে ডেকে স্কুল গেটের সামনে আলামিন ও রমজান মারধর করে পালিয়ে যান। খবর পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জ্যোতি বলেন, শিক্ষককে মারধরের ঘটনা খুবই দুঃখজনক। আমি বখাটে যুবকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, সহকারী শিক্ষককে মারধরের ঘটনায় প্রধান শিক্ষক বজলুর রহমান মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বি.এম খোরশেদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।