দেশে গণতন্ত্র-ভোটাধিকার নেই: মঈন খান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ০৯ নভেম্বর ২০২২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের জোয়ারের কথা বলে দেশকে দুর্নীতির জোয়ারে পরিণত করেছে। বাংলাদেশে গণতন্ত্র নেই। এ দেশে জনগণের সরকার নেই। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল, বুকের রক্ত ঢেলে দিয়েছিল গণতন্ত্রের জন্য। আজকের স্বাধীনতার পঞ্চাশ বছর পরে কেন বলতে হচ্ছে দেশে গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে শহরের রেস্ট ইন হোটেলের কনফারেন্স হলে ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণ সমাবেশকে সফল করার জন্য জেলা বিএনপির সমন্বয় সভায় তিনি তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র নেই। ভোটের অধিকার নেই। দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। দিশেহারা মানুষ। এক সময় আওয়ামী লীগ নিজেই বলতো, আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। আজকে তারা এটা বলে না কেন?। এখন আওয়ামী লীগ বলে, আমার ভোট আমি দিব-দিনের ভোট রাতে দিব।

এসময় বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনসহ জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

আব্দুল আজিজ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।