প্রাইভেটকারে মিললো ২৪৬ বোতল বিদেশি মদ, আটক ২

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১০ নভেম্বর ২০২২

কিশোরগঞ্জের ভৈরবে প্রাইভেটকার থেকে ২৪৬ বোতল বিদেশি মদসহ দুজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, প্রাইভেটকারচালক সিলেটের জকিগঞ্জ থানার ইয়াকুব আলীর ছেলে মাসুম আহমেদ (৩০), গাড়ির হেলপার একই এলাকার শামসুর রহমানের ছেলে শরীফ মিয়া (২৮)।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের থানা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহ আলম মোল্লা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের পৌর শহরের নাজমুল হাসান পাপন পার্কের সামনে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে পাঁচটি ব্যাগে থাকা মোট ২৪৬ বোতল বিভিন্ন বিদেশি মদ উদ্ধার করে করা হয়। যার আনুমানিক দাম ১০ লাখ টাকা। এসময় গাড়িতে থাকা দুজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, এই চক্রটি সিলেট সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে রাজধানীতে নিয়ে যাবার সময়ে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজীবুল হাসান/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।