চাঁদপুরে ৬ হাজার কেজি জাটকা গেলো এতিমখানায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১০ নভেম্বর ২০২২

চাঁদপুরে ৬ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লে. কাজী আকিব আরাফাত এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের ইচলি চৌরাস্তা মোড় ও বাগাদি মোড় এলাকায় টারটি ট্রাক তল্লাশি করে ৬ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

নজরুল ইসলাম আতিক/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।