কুয়াকাটা সিকদার রিসোর্টের ‘বিচ ক্লাব’ গুঁড়িয়ে দিলো প্রশাসন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১১ নভেম্বর ২০২২

অডিও শুনুন

পটুয়াখালীর কুয়াকাটায় জাতীয় উদ্যানের সামনে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা সিকদার রিসোর্টের মালিকানাধীন ‘বিচ ক্লাব’ নামের স্থাপনাটি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ও নঈম উদ্দিনের নেতৃত্বে এ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সংকর চন্দ্র বৌদ্ধসহ মহিপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসের ভূমি সমন্বয়ক রুমি ইমরোজ রশিদ বলেন, ‘কোনো নোটিশ ছাড়াই ব্যক্তি আক্রোশে এই স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমরা একদিন সময় চেয়েছি, তবে দেওয়া হয়নি। আমাদের কাছে আদালতের স্থগিতাদেশ রয়েছে। তারপরও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো।’

পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন বলেন, সরকারি জায়গায় কোনো অবৈধ স্থাপনা রাখা হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।