দাগনভূঞায় সুজনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনীর দাগনভূঞা উপজেলা কমিটির আয়োজনে সুজনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার আম্বর ভবন মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
সুজন দাগনভূঞা উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক মো. আবু তাহেরের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাগনভূঞা শাখার সভাপতি নিতাই চন্দ্র দাস, পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সোহেল, গজারিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আলী আশরাফ, দাগনভূঞা আজিজিয়া ফাজিল মাদারাসা পরিচালনা কমিটির সভাপতি নুরুল হুদা হুদন, ব্যবসায়ী গিয়াস উদ্দিন সবুজ, সাংবাদিক আরিফ আজম।
সুজন দাগনভূঞা শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় বক্তব্য দেন সুজন দাগনভূঞা কমিটির সহ-সভাপতি কৃষান মোশারফ, যুগ্ম সম্পাদক কাজী ইফতেখার, ন্যাশনাল ব্যাংক কোম্পানীগঞ্জ শাখার ম্যানেজার অপারেশন মো. ইউছুফ সবুজ, সদস্য ও সিলোনীয়া উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আরিফুর রহমান, এটিএম আজহারুল হক, বিকিরন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো. জাকির হোসেন, মোজাম্মেল হক হাছান প্রমুখ।
শেষে কেক কেটে সুজন’র ২০তম প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপন করেন অতিথিরা।
আবদুল্লাহ আল মামুন/এমআইএইচএস