নওগাঁয় দুই প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১৩ নভেম্বর ২০২২
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ ও তৈরি করা হচ্ছিল

নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ, তৈরি ও মূল্য তালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৩ নভেম্বর) বিকেলে পৌর শহরের বাটার মোড় ও কাঁচা বাজার এলাকায় এ অভিযান চালায় ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হোসেন।

jagonews24

তিনি বলেন, নওগাঁ শহরের বাটার মোড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ, তৈরি ও মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণে অপরাধে নিউ হক মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা এবং শহরের কাজীর মোড় এলাকায় মদিনা চাল ঘর মূল্যের তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

আব্বাস আলী/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।