মোংলায় ৩ হাজার কুকুরকে ভ্যাকসিন দেওয়া শুরু

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ১০:০০ পিএম, ১৩ নভেম্বর ২০২২

জলাতঙ্ক নির্মূলে মোংলায় কুকুরকে ইন-অ্যাক্টিভেটেড র‌্যাবিস ভাইরাস ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। রোববার (১৩ নভেম্বর) সকাল থেকে পৌরশহর ও উপজেলার ছয়টি ইউনিয়নে এ ভ্যাসকিন পুশ করা হয়।

পৌরসভায় তিনটি ও ছয়টি ইউনিয়নে ১৮টিম কুকুরকে ভ্যাকসিন দেওয়ার কাজ করছেন। প্রথমে অভিজ্ঞ ডগ ক্যাচাররা কুকুর ধরছেন। পরে ভ্যাকসিনেটাররা ভ্যাকসিন পুশ করছেন। একই সঙ্গে ভ্যাকসিন পুশ করা কুকুরের শরীরে লাল রং দিয়ে চিহ্নও দিয়ে দিচ্ছেন তারা।

jagonews24

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সুব্রত মন্ডল জানান, ১৭ নভেম্বর পর্যন্ত এ ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলবে। এজন্য পাবনা থেকে ৪৬ জন অভিজ্ঞ ডগ ক্যাচারকে আনা হয়েছে।

কুকুরের শরীরে পুশ করা এ ভ্যাকসিনের কার্যকারিতা থাকবে পরবর্তী ১৮ থেকে ২৪ মাস পর্যন্ত।

jagonews24

কুকুরকে ভ্যাকসিন দেওয়ার এ কার্যক্রম সর্বশেষ হয়েছিল ২০১৯ সালে। তারপর করোনার কারণে তা বন্ধ ছিল। এখন আবার শুরু হয়েছে। এক বছর পর আবারও এ কার্যক্রম পরিচালনা করা হবে।

মেডিকেল টেকনোলজিস্ট আরও বলেন, তিন হাজার কুকুরকে এ ভ্যাকসিন দেওয়ার টার্গেট নিয়ে কাজ শুরু করা হয়েছে। আমাদের কাছে ৩১০০ ভ্যাকসিন মজুত রয়েছে।

আবু হোসাইন সুমন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।