খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় প্রাণ গেলো প্রধান শিক্ষকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ১৪ নভেম্বর ২০২২
প্রধান শিক্ষক করুণাময় চাকমা

দ্রুতগতির পিকআপের ধাক্কায় খাগড়াছড়ির মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুণাময় চাকমা (৬০) নিহত হয়েছেন।

সোমবার (১৪ নভেম্বর) সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার পথে নুনছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত করুণাময় চাকমা মাইসছড়ি গামারিডালা এলাকার যতিন্দ্র চাকমার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে স্কুলের যাওয়ার জন্য বের হন করুণাময়। পথে নুনছড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়রা খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিক্ষকের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।