আখাউড়া স্থলবন্দর

বিএসএফের বাধায় বন্ধ ভবন, রাস্তা ও শৌচাগার মেরামত কাজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ১৫ নভেম্বর ২০২২

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধার মুখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর আন্তর্জাতিক ইমিগ্রেশনের মেরামত কাজ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে বিএসএফ স্থলবন্দরের ইমিগ্রেশনের ভবন, রাস্তা ও যাত্রীদের শৌচাগার মেরামত কাজ বন্ধ রাখতে বলেছে। পরে মেরামত কাজ বন্ধ রাখে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

আখাউড়া ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ভবন, শূন্যরেখা থেকে ইমিগ্রেশন ভবনে প্রবেশের রাস্তা, যাত্রীদের ব্যবহারের জন্য শৌচাগার এবং এর রাস্তাটি ভাঙাচোরা ছিল। এতে যাত্রীদের অসুবিধা হতো। গণপূর্ত অধিদপ্তরের তালিকাভুক্ত ঠিকাদার মেসার্স বিজনেস সিন্ডিকেট ইন্টারন্যাশনাল প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে মেরামত কাজ করছিল।

jagonews24

দুপুরে বিএসএফ বিজিবিকে জানায়, কাজটি বন্ধ রাখতে। পরে বিজিবির তরফ থেকে ইমিগ্রেশনে এসে মৌখিকভাবে কাজ বন্ধ রাখতে বলে। এরপর থেকে ওই মেরামত কাজ বন্ধ আছে।

এ বিষয়ে ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস জাগো নিউজকে বলেন, ‘জরাজীর্ণ ইমিগ্রেশন ভবন, রাস্তা ও যাত্রীদের শৌচাগারের মেরামত কাজ করা হচ্ছিল। বিএসএফের আপত্তির কথা জানিয়ে দুপুরে বিজিবি এসে আমাদের কাজ বন্ধ রাখতে বলে। বর্তমানে কাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন জাগো নিউজকে বলেন, সীমান্তে ১৫০ গজের ভেতরে কোনো কাজ করতে গেলে দু’দেশের সীমান্তবাহিনীর সমন্বয়ে করতে হয়। বিষয়টি আগে থেকে আমাদের জানায়নি ইমিগ্রেশন কর্তৃপক্ষ। যেহেতু দু’দেশের যাত্রীদের সুবিধার্থে এ মেরামত কাজ করা হচ্ছে, তাই দু-একদিনের মধ্যে বিএসএফের সঙ্গে আলোচনা করে আবার ইমিগ্রেশনের মেরামত কাজ শুরু হবে বলে আশা করছি।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।