ভারতীয় নেশাজাতীয় ইনজেকশনসহ বিএনপি নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১৫ নভেম্বর ২০২২
পুলিশের হাতে গ্রেফতার বিএনপি নেতা জহিরুল আলম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৭৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন ও ১৪০০ পিস ট্যাবলেটসহ জহিরুল আলম ভূঁইয়া (৬০) নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কুড়িপাইকা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জহিরুল উপজেলার দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ও কুড়িপাইকা গ্রামের এলাহী বক্স ভূঁইয়ার ছেলে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জাগো নিউজকে বলেন, গ্রেফতার জহিরুল দীর্ঘদিন ধরে ভারত থেকে নেশাজাতীয় দ্রব্য এনে বিক্রি করছিলেন। তাকে গ্রেফতারের পর মামলা দেওয়া হয়। পরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

আবুল হাসনাত মো. রাফি/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।