সিডরে নিহতদের স্মরণে কুয়াকাটা সৈকতে মোমবাতি প্রজ্বলন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ১৫ নভেম্বর ২০২২

মোমবাতি প্রজ্বালন ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে ভয়াল সিডরে নিহত ব্যক্তিদের স্মরণ করেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ট্যুর অপারেটরস অ্যসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সৈকতের জিরো পয়েন্টে মোমবাতি প্রজ্বলন করে ‘সিডর’ লিখে দিবসটি পালন করা হয়।

২০০৭ সালের ওই ঘূর্ণিঝড়ে নিহত ব্যক্তিদের স্মরণে অংশ নেন টোয়াক সদস্য, ট্যুরিস্ট পুলিশ, ট্যুর গাইড, স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকরা। পরে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

jagonews24

এ সময় উপস্থিত ছিলেন টোয়াক সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু, ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধি দল প্রমুখ।

টোয়াক সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম বলেন, উপকূলের মানুষ আজকের দিনটিকে চিরদিন মনে রাখবেন। কারণ এই দিনে হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে ভয়াল সিডর। সিডরে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার আজও সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। সরকারের কাছে অনুরোধ উপকূলীয় মানুষের দিকে যেন বিশেষ নজর রাখা হয়। যাতে এরকম দিন আর দেখতে না হয়।

আসাদুজ্জামান মিরাজ/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।