নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১৬ নভেম্বর ২০২২

নেত্রকোনার মোহনগঞ্জে অটোরিকশা স্ট্যান্ডের আধিপত্য নিয়ে শহরের রেল স্টেশন এলাকায় দুপক্ষের সংঘর্ষ হয়েছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুলিশের একজন উপ-পরিদর্শকসহ (এসআই) আহত হয়েছেন অন্তত ৫০ জন।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

jagonews24

আহতদের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে আকাশ মিয়া ও জোসেফ মিয়া নামের দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, অটোরিকশা স্ট্যান্ডের আধিপত্য নিয়ে মোহনগঞ্জের বিরামপুর ও বড়কাশিয়া গ্রামের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন।

jagonews24

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এইচ এম কামাল/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।