রূপগঞ্জে ডকইয়ার্ডে জাহাজে বিস্ফোরণ, শ্রমিক নিহত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ১৬ নভেম্বর ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডকইয়ার্ডে থাকা সাংহাই-৮ জাহাজের তেলের ট্যাংকার বিস্ফোরণে নুরুজ্জামান (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দড়িকান্দি এলাকায় কিং ফিশার ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে।

নুরুজ্জামান ঢাকার দোহার থানার উত্তর শিমুলিয়া এলাকার জাফর আলী ব্যাপারীর ছেলে। তিনি ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করতেন। এসময় ইউনুস মিয়া ও সহিদুল নামের আরও দুজন শ্রমিক আহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মুড়াপাড়ার সদর ইউনিয়নের দড়িকান্দি এলাকার কিং ফিশার ডকইয়ার্ডের সাংগাই-৮ নামক জাহাজে মেরামত কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে তেলের ট্যাংকার বিস্ফোরণ হয়। এ ঘটনায় নুরুজ্জামান, সহিদুল মিয়া ও ইউনুস মিয়া আহত হন। এলাকাবাসী তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুজ্জানকে মৃত ঘোষণা করেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপগঞ্জ ইছাপুরা নৌ-পুলিশ ফাঁড়ির (উপ পরিদর্শক) মাহবুব আলম জানান, জাহাজে তেলের ট্যাংকার বিস্ফোরণে তিনজন আহত হন। হাসপাতালে নিলে নুরুজ্জান নামে একজন মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।