দিনাজপুরে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:১১ পিএম, ১৭ নভেম্বর ২০২২

দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে দিনাজপুর শহরের পুলহাট এলএসডি গুদামে এ অভিযানের উদ্বোধন করা হয়। ভার্চুয়ালী যুক্ত হয়ে এর উদ্বোধন করেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক নুরুজ্জামান, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা আশরাফুল ইসলাম, দিনাজপুরের খাদ্য কর্মকর্তা কামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাথি দাস, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা বিপ্লব কুমার সিংহ, জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হুসেন প্রমুখ।

জানা গেছে, চলতি বছর এ জেলার ১৩টি উপজেলার কৃষক ও মিল মালিকদের কাছ থেকে ১৪ হাজার ৪১৭ মেট্রিক টন ধান ও ৪৭ হাজার ৬৮৮ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।

এমদাদুল হক মিলন/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।