সিলেটে ইউপি চেয়ারম্যান তরিকুল বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা ক্বারী তরিকুল ইসলাম ও একই ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মখলিছ আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শরীফা আহমদ স্বাক্ষরিত স্মারকে ১১ ফেব্রুয়ারি এ আদেশ দেয়া হয়। আদেশের অনুলিপি জেলা প্রশাসক, উপজেলা পরিষদ বরাবর প্রেরণ করা হয়েছে।

লিখিত আদেশে বলা হয়েছে, ইউপি চেয়ারম্যান মাওলানা ক্বারী তরিকুল ইসলাম ও ইউপি সদস্য মখলিছ আলীর বিরুদ্ধে বালাগঞ্জ থানায় দায়ের করা জিআর মামলা নং-৩৪/২০১৫ ইং এর অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হওয়া এবং মামলাটি বিচারাধীন থাকায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) মোতাবেক এ দুইজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

ছামির মাহমুদ/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।