সাতক্ষীরায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১১:৩৩ পিএম, ১৭ নভেম্বর ২০২২

সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দা, ছুরিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে শহরের বাইপাস সড়কের লাবসা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, পিরোজপুর জেলার বড়বিড়াল ঝুড়ি এলাকার আবুল বাশার হাওলাদারের ছেলে মো. রুবেল (৩৫), গোপালগঞ্জের কোটালীপাড়ার নয়াকান্দি এলাকার মৃত হোসেন হাওলাদারের ছেলে মো. নাসির হাওলাদার (৪৮), খুলনার রূপসা রাজাপুর দেয়াড়ার আইজুল হাওলাদারের ছেলে মো. পারভেজ রানা ওরফে খোকন (৩৫), পিরোজপুরের মাঠবাড়িয়া হোতখালির এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে মো. আ. কুদ্দুস মিয়া (৫২) ও খুলনার রূপসা এলাকার মো. হামেদ হাওলাদারের ছেলে মো. শহিদুল হাওলাদার।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লাবসার দেবনগরের বাইপাস ব্রিজ থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।