সুনামগঞ্জে চলছে পরিবহন ধর্মঘট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৭:৪৯ এএম, ১৮ নভেম্বর ২০২২

সুনামগঞ্জে চার দফা দাবিতে দুদিনের পরিবহন ধর্মঘট চলছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতির ডাকে সকাল ৬টা থেকে শুরু হয় এ ধর্মঘট।

জানা যায়, চার দফা দাবিতে সুনামগঞ্জে দুদিনের ধর্মঘট চলছে। দাবিগুলো হলো- লামাকাজি সেতুতে বাসের টোল প্রত্যাহার, ব্যাটারিচালিত অটোরিকশা ও নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশা বন্ধ, বিআরটিসি বাস বন্ধ ও সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার করে আধুনিকায়ন করা।

সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস মাইক্রোবাস মালিক গ্রুপের সভাপতি মো. মোজাম্মেল হক ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করে বলেন, চার দফা দাবিতে শুক্রবার ও শনিবার দুদিনের বাস ধর্মঘট চলছে সুনামগঞ্জে।

লিপসন আহমেদ/আরএডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।