বিজিবি সদস্য নেপালের বাড়িতে শোকের মাতম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১৮ নভেম্বর ২০২২

জয়পুরহাটে নিহত বিজিবি সদস্য নেপাল দাসের বাড়ি চলছে শোকের মাতম। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে ফরিদপুরের মধুখালি উপজেলার মেগচামিতে স্বজনদের আহাজারি চোখে পড়ে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ। কোনো সান্ত্বনাই থামাতে পারছে না স্ত্রী অঞ্জনা দাসের কান্না। নির্বাক চোখে তাকিয়ে আছে পাঁচ বছর বয়সী সন্তান অর্ণব দাস। বাবা যে আর কোনো দিন ফিরবে না সেটি পুরোপুরি না বুঝলে স্বজনদের কান্না ভাবিয়ে তুলছে তাকেও।

ওই গ্রামের দাসপাড়া নারায়ণ চন্দ্র দাস ও কানন বালা দাসের মেঝো ছেলে নেপাল দাস (৩৫)। বর্ডার গার্ড বাংলাদেশের ২০ ব্যাটালিয়নে জয়পুরহাটে সৈনিক পদে কর্মরত ছিলেন। ছুটি কাটিয়ে গত ১৫ নভেম্বর বাড়ি থেকে কর্মস্থলে যান তিনি। নেপাল দাসের বড় ভাই গোপাল দাস বেসরকারি সংস্থা ব্র্যাকে ও ছোট ভাই বাদল দাস সেনাবাহিনীতে চাকরি করেন।

সকালে সাড়ে ৮টার দিকে নেপাল দাসের মরদেহ জয়পুরহাট বিজিবি ক্যাম্পে নেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।