সবার মাঝে সম্প্রীতি-শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে: সেলিনা হোসেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ১৮ নভেম্বর ২০২২

বাংলা একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, সম্প্রীতি-শান্তির বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। আমরা যদি দেশ গড়ার আয়োজন মনে না করি, জাতি সত্ত্বাকে বিকশিত না করি, আন্তর্জাতিক বিশ্বে নিজের মর্যাদাকে অক্ষুণ্ণ না করি তাহলে আমরা বাঙালি জাতি হিসেবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গৌরবের আসন লাভ করতে অনেক ক্ষতি হয়ে যাবে।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার রামরাইলে লেখক, কবি ও গুণীজন সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি পীরজাদা নুরুল আবেদীনের সভাপতিত্বে সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, অতিরিক্ত পুলিশ সুপার নুরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি জয়দুল হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ লোকমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সদস্য সচিব জাবেদ রহিম বিজন, সুহাতা দরবার শরীফের পীর সুফি মুহাম্মদ নুরুন্নবী প্রমুখ উপস্থিত ছিলেন।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।