খোলপেটুয়া নদীতে নৌকাবাইচ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:১০ এএম, ১৯ নভেম্বর ২০২২
চারটি নৌকা বাইচে অংশ নেয়

সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে হয়ে গেলো বিশাল নৌকাবাইচ। এতে মেতে ওঠেন নানা বয়সী কয়েকশ দর্শনার্থী।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর উত্তর পাড়া যুব উন্নয়ন সংঘের উদ্যোগে এ বাইচ অনুষ্ঠিত হয়।

খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন অঞ্চল থেকে আসা চারটি নৌকার মধ্যে তিন রাউন্ড বাইচ প্রতিযোগিতা হয়। বাইচে প্রথম হয় গাবুরা হীরার তরী নৌকা, দ্বিতীয় পুঁইজালা জয় মা দুর্গা নৌকা, তৃতীয় পুঁইজালা সোনার তরী।

নৌকাবাইচে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন নীলডুমুর ১৭-বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান, সুন্দরবন পশ্চিম বন বিভাগ সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হুসাইন চৌধুরী।

আহসানুর রহমান রাজীব/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।