সাজেকে বিজিবির শীতবস্ত্র ও ওষুধ বিতরণ
পাহাড়ের দুর্গম জনপদ সাজেক ইউনিয়নের হাজাছড়া এলাকার অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাঘাইহাট ৫৪ বিজিবি। একই সময়ে দিনব্যাপী চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে বাঘাইহাট ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান এসব শীতবস্ত্র বিতরণ করেন।
তিনি বলেন, বরাবরের মতো এবারও পাহাড়ের শীতার্ত মানুষের পাশে থাকবে বিজিবি। বিওপিসমূহের আওতাধীন বিভিন্ন পাড়ার অসহায় ও দুস্থদের মধ্যে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হবে।

একইদিন বাঘাইহাট ৫৪ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. আশরাফুল আলমের নেতৃত্বে একটি মেডিকেল টিম দিনব্যাপী সাজেক ইউনিয়ন ও হাজাছড়া এলাকার দেড়শতাধিক গরিব ও অসুস্থ পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীদের চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।
শীতবস্ত্র পেয়ে হাজাছড়া এলাকার নাগরী চাকমা (৭০) বলেন, শীত আসলে অনেক কষ্ট হয়, আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতাম। বিজিবি কম্বল দিয়েছে এখন রাতে ঘুমাতে কষ্ট হবে না।
বিনামূল্যে ওষুধ পেয়ে পূর্ণ কুমার চাকমা (৮০) বলেন, অনেক দিন হলো বাত ব্যথায় কষ্ট পাচ্ছি। শরীরের ব্যথায় চলাফেরা করতে কষ্ট হচ্ছে। বিজিবির ডাক্তাররা ওষুধ দিয়েছে। ভগবান তাদের মঙ্গল করুক।
মুজিবুর রহমান ভুঁইয়া/জেএস/এমএস