কুতুবদিয়ায় আগুনে পুড়লো ১৯ দোকান, ২৩ বসতঘর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:৩২ এএম, ২০ নভেম্বর ২০২২

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯টি দোকান ও ২৩টি বসতঘর পুড়ে গেছে।

শুক্রবার (১৮ নভেম্বর) দিনগত রাত তিনটার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী আল-আমিন মার্কেটে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন ক্ষতিগ্রস্ত ঘর মালিক ও ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে স্থানীয় করিম এবং রুবেলের মালিকানাধীন একটি কুলিং কর্ণার থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে এলেও মুহূর্তেই চারদিকে আগুনের লেলিহান শিখা, গ্যাস সিলিন্ডার ও ডিজেলের ব্যারেল বিস্ফোরণের কারণে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। টানা প্রায় তিনঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

jagonews24

ক্ষতিগ্রস্ত জামাল সওদাগর নামে এক ব্যবসায়ী জানান, তার মালিকানাধীন ২টি দোকানে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিল। অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনে নিঃস্ব কাশমত উল্লাহ কাজল বলেন, পাশের দোকান থেকে আগুন ছড়িয়ে তার বসত বাড়িতে আসে। বাতাসের গতি ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। কোনো রকম অক্ষত অবস্থায় পরিবারের সদস্যদের নিয়ে বের হতে পারলেও বসতঘরের কোনো জিনিসপত্র রক্ষা পায়নি।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেন।

jagonews24

এসময় ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যা, কুতুবদিয়া থানার ওসি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক হাজী মো. আবু তাহের, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ' লীগের সভাপতি আবুল কালাম ও সম্পাদক মিজানুর রহমান টিটু, আলী আকবর ডেইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাইমুল হুদা বাদশা, উত্তর ধূরুং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেজাম উদ্দিন ও সম্পাদক শওকত ওসমান, স্থানীয় ইউপি (মহিলা) সদস্য হাসিনা আক্তার বিউটি, উপজেলা মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারকে আর্থিক সহায়তা, গৃহ নির্মাণের যাবতীয় সামগ্রী ও আপদকালীন ভরণ পোষণের ব্যবস্থার নেওয়ার জন্য দলীয় নেতাকর্মী ও কর্মকর্তাদের নির্দেশনা দেন এমপি আশেক উল্লাহ রফিক।

সায়ীদ আলমগীর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।