পাতার ঝাঁজে কমেছে ভারতীয় পেঁয়াজের দাম

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২০ নভেম্বর ২০২২

দিনাজপুরের হিলি বাজারে উঠতে শুরু করেছে দেশীয় পাতা পেঁয়াজ। এর প্রভাবে ভারত থেকে আমদানি করা বিভিন্ন জাতের পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। কয়েক দিনের তুলনায় কেজিতে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে ৭-৮ টাকা। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

কয়েকদিন আগেও ভারতীয় ইন্দোর জাতের পেঁয়াজ প্রতি কেজি ২৫-৩১ টাকা দরে বিক্রি হচ্ছিল। বর্তমানে দাম কমে ২২-২৩ টাকা দরে বিক্রি হচ্ছে। নাসিক জাতের পেঁয়াজ আগে ২৮ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ২৪ টাকায়। তবে দেশি পেয়াঁজের দাম ৪০ টাকা কেজি।

রোববার (২০ নভেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ জাগো নিউজকে বলেন, ভারতীয় পেঁয়াজের আমদানি ও দাম কমেছে। বাজারে দেশি পাতা পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় ভারতীয় পেঁয়াজের দাম কমেছে বলে জানান তিনি। দু সপ্তাহ আগে দিনে ১০-২০ বস্তা পেঁয়াজ বিক্রি হলেও বর্তমানে পাঁচ বস্তায় নেমেছে।

jagonews24

ক্রেতা আকবর আলী জাগো নিউজকে বলেন, ‘এখন বাজারে ভারতীয় পেঁয়াজের দাম কিছুটা কম। এমন কম দাম সারা বছর থাকলে আমাদের জন্য ভালো হতো। তবে সমস্যা হলো দুদিন কমলে চার দিন বাড়ে। এতে সমস্যা হয় গরিবের।’

জানতে চাইলে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, দেশের বিভিন্ন স্থানে দেশি নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় দাম অনেকটাই কমেছে।

হিলি কাস্টমসের তথ্যমতে, শনিবার (১৯ নভেম্বর) ১৪ ট্রাকে ৩৮০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।

মো. মাহাবুর রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।