সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সহকারী প্রধান শিক্ষিকা
চাঁদপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাজমা আক্তার (৫৫) নামে এক সহকারী প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট নামক স্থানে এই দুর্ঘটনার ঘটে।
নিহত নাজমা আক্তার শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা। তিনি শাহতলীর আনোয়ার উল্লাহ খান বাড়ির মৃত রুহুল আমিন খানের মেয়ে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতর নাজমা আক্তার সকালে চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে অটোরিকশা যোগে রওনা হন। ঘোষেরহট এলাকায় গেলে চাঁদপুরগামী একটি বোগদাস বাসের সঙ্গে তার অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নজরুল ইসলাম আতিক/জেএস/জেআইএম