আদালত থেকে জঙ্গি ছিনতাই

সাতক্ষীরা সীমান্তেও রেড অ্যালার্ট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:১১ পিএম, ২১ নভেম্বর ২০২২

ঢাকার আদালত থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতক্ষীরা সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সাতক্ষীরার ২৩৮ কিলোমিটার জল ও স্থল সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবির নজরদারি।

সোমবার (২১ নভেম্বর) সকাল থেকে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের কয়েক ধাপে যাচাই শেষে পারাপার করতে দেওয়া হচ্ছে।

সাতক্ষীরা-৩৩ বিজিবি কর্মকর্তা মেজর রেজা আহমেদ জাগো নিউজকে বলেন, জঙ্গিদের ছবি সব বিওপিতে পাঠিয়ে সীমান্ত অঞ্চলে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

ভোমরা ইমিগ্রেশনের ইনচার্জ মাজরিহা হোসাইন জাগো নিউজকে বলেন, ছদ্মবেশে কোনো জঙ্গি যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে এ জন্য ভারতগামী সব পাসপোর্টধারী যাত্রীদের কয়েক ধাপে যাচাই করা হচ্ছে।

দুপুর ১২টার দিকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা।

ছিনিয়ে নেওয়া দুই আসামি হলেন- নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্য মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল। শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামে। সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটেশ্বর গ্রামে।

আহসানুর রহমান রাজীব/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।