বঙ্গবন্ধুর সমাধিতে আসামের আইনসভার প্রতিনিধিদের শ্রদ্ধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ২১ নভেম্বর ২০২২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ভারতের আসাম প্রদেশের আইনসভার উচ্চ পর্যায়ের ৫৮ সদস্য বিশিষ্ট সংসদীয় প্রতিনিধি দল।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে আসামের স্পিকার শ্রী বিশ্বজিৎ দৈমারীর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ মুক্তিযুদ্ধে নিহত সব শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন তারা।

jagonews24

এসময় ভারতের আসাম প্রদেশের সংসদীয় ও বিরোধী দলীয় প্রতিনিধি শ্রী দেবব্রত শাইকিয়া, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলামসহ আসামের আইনসভার ৩২ সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।