নির্বাচনের আগেই বিএনপিকে পরাজিত করবো: মির্জা আজম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১০:০৬ পিএম, ২১ নভেম্বর ২০২২
সম্মেলনে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপিকে পরাজিত করতে চান বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মির্জা আজম বলেন, ২০২৪ সালের নির্বাচনের আগেই আমরা তাদের পরাজিত করতে চাই। কারণ তারা এখন আন্দোলনের নামে যে কর্মসূচি দেবে তার পাল্টা কর্মসূচি আমরা ঘোষণা করবো। সেই কর্মসূচির মাধ্যমে রাজপথে তাদের পরাজিত করবো। এজন্য সবাইকে প্রস্তত থাকতে হবে।।

এ সময় জাতীয় সংসদ নির্বাচনের আগে নেতাকর্মীদের মানুষের সঙ্গে ভালো ব্যবহার এবং সৎ আচরণেরও নির্দেশ দেন মির্জা আজম।

সমাবেশে আরও বক্তব্য দেন, মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

বি.এম খোরশেদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।